জয়পুর, ৮ জুলাই (হি.স.): যাত্রীবোঝাই বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২। গুরুতর আহত ২৪। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি রবিবার সকালে রাজস্থানের আজমের জেলার মানগালিয়াওয়াস গ্রামের তাবিজি সেতুতে ঘটেছে।
রাজস্থান সড়ক পরিবহণ নিগমের একটি যাত্রীবোঝাই বাস পালি থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। আজমের জেলার মানগালিওয়াস গ্রামের কাছে তাবিজি সেতুতে উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার রাজস্থান সড়ক পরিবহণ নিগমের ওই যাত্রীবোঝাই বাসটিকে সজোরে ধাক্কা মারে। রবিবার সকাল ১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ১২ জনকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে আহত ২৪ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহতদের দেখতে হাসপাতালে যান আজমেরের জেলাশাসক আরতি ডোগরা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় ডাম্পার চালক। তাকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ডাম্পার চালকের বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে।