নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : তুরস্কের মেরসিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতলেন দীপা কর্মকার। ভল্ট বিভাগে ১৪.১৫০ পয়েন্ট নিয়ে সোনা পান বছর ২৪ এর দীপা কর্মকার।
দীর্ঘ দুই বছর চোটের কারণে জিমন্যাস্টিক্স থেকে দূরে সরে ছিলেন ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার। ২০১৬ সালে রিও অলিম্পিকে ওই একই বিভাগে চতুর্থ হন দীপা কর্মকার। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে যোগ্যতা অর্জন রাউন্ডে দীপা কর্মকার ১৩.৪০০ পয়েন্ট পান। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে এটাই দীপার প্রথম পদক। লিগামেন্টে চোটের কারণে রিও অলিম্পিকের পর অস্ত্রোপচার হয় দীপার। তাই দুই বছর কোনও চ্যাম্পিয়নশিপে তিনি নামেননি। গোল্ড কোস্ট কমনওয়েলথে অংশগ্রহণ করার কথা থাকলেও চোটের কারণে তা হয়ে ওঠেনি।
এশিয়ান গেমসের আগে এই সোনা জয় দীপা কর্মকারকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে। ভল্ট ছাড়াও ব্যালান্স বিম বিভাগে যোগ্যতা অর্জন করেন দীপা। যোগ্যতা অর্জন রাউন্ডে ১১.৮৫০ স্কোর করে তৃতীয় হন তিনি।