নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.) : খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার কেন্দ্রীয় সরকারের নীতিকে প্রগতিশীল পদক্ষেপ হিসেবে অভিহিত করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং জানিয়েছেন, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে ধারাবাহিক সংস্কারের পদক্ষেপ নিয়েছে তার অন্যতম হচ্ছে খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য দ্বিগুণ করা। যা কিনা একটা প্রগতিশীল পদক্ষেপ। সরকার কৃষকদের উন্নতি ও ফলন বাড়ানোর জন্য ব্যাপক কৌশল অবলম্বন করেছে, ফসলের উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন উত্তর ব্যবস্থাপনাকে আরও বেশি শক্তিশালি করার পাশাপাশি বাজারে বিক্রয় ব্যবস্থা করতে প্রশাসন কাজ করে চলেছে। যেখানে ফসল ফলন হচ্ছে তার খুব কাছে পাইকারি বাজার গড়ে তোলা হবে। গ্রামীণ এগরিকালচারাল মার্কেটের আওতায় প্রায় ২২০০০ পাইকারি বাজার গড়ে তোলা হবে।
এদিকে ধানের ন্যূনতম সহায়ক মূল্য দ্বিগুণ করার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর জন্য ধন্যবাদ জানাই। খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধির সিদ্ধান্তটি ঐতিহাসিক। কৃষকদের স্বাধীনতাকে উন্নত করার পক্ষে একটি বড় সিদ্ধান্ত। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছিলেন তা এর মাধ্যমে পূরণ হবে।
প্রসঙ্গত, বুধবার ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কুইন্টাল প্রতি আগে ধানের সহায়ক মূল্য ছিল ১৫৫০ টাকা। এখন তা বেড়ে দাঁড়াল কুইন্টাল প্রতি ১৭৫০ টাকা।
ওইদিন ক্যাবিনেট বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এই দেশের সব থেকে বড় উৎপাদক, ক্রেতা হচ্ছে কৃষক। কিন্তু কৃষকরা কোনও দিন নিজেদের দাম পায়নি। মোদীজি বিষয়টি বুঝতে পেরেছেন | স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আরও জানিয়েছিলেন, ক্যাবিট বৈঠকে খারিফ শস্যের সহায়ক মূল্যও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শস্যের সহায়ক মূল্য বাড়ানোর জন্য খরচ হবে ১৫০০০ কোটি টাকা। শস্যের সহায়ক মূল্য বাড়ানোর জন্য নিত্যপ্রয়োজনী জিনিসের দাম বাড়বে না।