ডিব্রুগড় (অসম), ৫ জুলাই (হি.স.) : বর্ষার মরশুমে যাতায়াতের ক্ষেত্রে জাতীয় সড়ক জনসাধারণের কাছে যাতে শিরপীড়ার কারণ না হয়, ভাঙাচোরা ওই সব সড়কের ওপর দিয়ে যতায়াতে মানুষকে যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয় তার প্রতি দৃষ্টি রেখে শীঘ্র উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় সড়ক এবং পরিকাঠামো উন্নয়ন নিগম পরিসীমিত (এনএইচআইডিসিএল)-এর চিফ জেনারেল ম্যানেজার অজিতপাল সিং ব্রারকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
আজ বৃহস্পতিবার ডিব্রুগড়ে রাষ্ট্রীয় জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম পরিসীমিত কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন, রাজ্যের জাতীয় সড়কের অবস্থা নিতান্তই শোচনীয়। এজন্য জনসাধারণের মধ্যে যথেষ্ঠ ক্ষোভ সৃষ্টি হচ্ছে। পুঞ্জিভূত ক্ষোভ প্রশমিত করতে এনএইচআইডিসিএল-কে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেরামতের কাজ শুরু করতে হবে। এ ব্যাপারে অতি শীঘ্র ব্যবস্থা নিতেও তিনি এনএইচআইডিসিএল-এর জেনারেল ম্যানেজারকে নির্দেশ দিয়েছেন। কিছু পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাস্তায় যখনই গর্তের সৃষ্টি হবে, তখন তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ যাতে সম্পন্ন করা যায় সেজন্য বিভিন্ন জায়গায় একেকটি গোষ্ঠী তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া ওই গোষ্ঠীগুলি যাতে মেরামতের কাজ শীঘ্র সম্পন্ন করতে পারে সেজন্য প্রয়োজনীয় সরমঞ্জাম মজুত রাখতে হবে। সড়ক নির্মাণ এবং তা মেরামতে আধুনিক প্রযুক্তিবিদ্যা প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করে কম্বোডিয়ার সড়ক নির্মাণের প্রযুক্তি-কৌশল রাজ্যের জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে যাতে প্রয়োগ করা যায় সেজন্য সেই দেশ ভ্রমণ করে এ ব্যাপারে অভিজ্ঞতা আহরণ করতেও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি এনএইচআইডিসিএল-এর শীর্ষ আধিকারিকদের ঘনঘন জাতীয় সড়ক পরিদর্শন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কাজিরঙায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ির কড়া নির্দেশের পরও এনএইইচআইডিসিএল তৎপর হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নীতিন গড়করির স্বপ্ন বাস্তবায়িত করতে অসমের সড়ক পরিবহণ ব্যবস্থা শক্তিশালী করতে উপযুক্ত পদক্ষেপ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজকের বৈঠকে ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন, বিধায়ক বিনোদ হাজরিকা ছাড়াও এনএইচআইডিসিএল-এর শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।