BRAKING NEWS

আগরতলায় কুঞ্জবন ভিআইপি আবাসন এলাকায় গভীর রাতে কর্মচারী নেতার কোয়ার্টারে পেট্রোল ঢেলে আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ রাজ্যে ক্ষমতার পালাবাদলের সাথে সাথেই নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটেই চলেছে৷ যদিও পুলিশ প্রশাসন দাবি করছে রাজ্যে আইন শৃঙ্খলা অক্ষুন্ন রয়েছে৷ তবে অপরাধীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে যাচ্ছেন৷ এরই মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাসের বিক্ষিপ্ত ঘটনা ঘটেই চলেছে৷ আক্রমণের শিকার হচ্ছে শাসক ও বিরোধী উভয় দলের কর্মীরাই৷ তবে রাজধানী আগরতলা শহরের কুঞ্জবন ভিআইপি আবাসন এলাকায় কোয়ার্টারে ঢুকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে বিভিন্ন মহলে৷

জানা গিয়েছে, শনিবার রাতে দুসৃকতিরা কুঞ্জবনে সরকারী আবাসে কর্মচারী নেতার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ এই ব্যপারে নিকটবর্তী এনসিসি থানায় মৌখিকভাবে জানিয়েছে আক্রমণের শিকার হওয়া কর্মচারী নেতৃত্ব৷ ঘটনার চবিবশ ঘন্টা পরও  থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি৷ যদিও সিপিআই(এম) এর তরফ থেকে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে৷ এনসিসি থানার পুলিশ জানিয়েছে কোন অভিযোগ জমা পড়েনি৷ তবে মৌখিকভাবে এমন একটি ঘটনার কথা থানায় জানানো হয়েছে৷

এদিকে, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলী এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রেস বিবৃতি দিয়েছে৷ দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, নবনির্বাচিত বিধানসভার অধিবেশন শুরুর পরও রাজ্যের নয়া শাসক দল বিজেপি’র কর্মীদের ফ্যাসিস্টসুলভ আক্রমণ অব্যাহত থাকায় রাজ্য সম্পাদকমন্ডলী গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে৷

গতরাত ১১টা নাগাদ আগরতলা শহরের কুঞ্জবনে সরকারি আবাসে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির অন্যতম নেতা কমলেন্দু রাউথ এবং ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতির সদস্যা রুমা রায় চৌধুরীর আবাসনে বিজেপি সমর্থকরা আক্রমণ ও ভাঙচুর চালায়৷ পরে রাত ১ টা নাগাদ কমলেন্দু রায় চৌধুরীর সরকারি আবাছঞ্চেস পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ উল্লেখ করা যেতে পারে ওই সরকারি আবাসন এলাকাতেই রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ পদস্থ অফিসাররা থাকেন৷ সেই আবাসন এলাকাতেই একজন সরকারি কর্মচারিকে পুড়িয়ে হত্যার জঘন্য চেষ্টা হয়েছে৷ একই রাতে মালঞ্চ নিবাসে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক মানিক সরকারের আবাসনে আক্রমণ চালানো হয়েছে৷

আজ সকাল ১১ টা নাগাদ উত্তম দেবনাথ নামে একজন সি পি আই (এম) কর্মীকে বিজেপি কর্মীরা জিরানীয়া বাজার থেকে নোয়াবাদী ধরে নিয়ে গিয়ে প্রচন্ড মারপিট করে৷ আজ দুপুর ১টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমার বাগান বাজারে সি পি আই (এম) নেতা প্রনব চক্রবর্তীর ছোট ভাই তাপস চক্রবর্তীকে বিজেপি কর্মীরা আক্রমণ করে প্রচন্ড মারপিট করে৷ বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের নলুয়ায় গত ২২ মার্চ রাতে বিজেপি কর্মীরা বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে সিপিআই(এম) কর্মীদের বাড়ী ঘরে হামলা চালায়৷ বাজারগুলোতে সিপিআই(এম) কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষকে আসতে দেয়া হচ্ছে না৷ সাধারণ মানুষের জীবন-জীবিকা বিপন্ন৷

সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী এই ফ্যাসিস্টসুলভ আক্রমণ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *