BRAKING NEWS

মহিলা টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার

মুম্বই, ২৫ মার্চ (হি.স.) : মহিলা টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের নজির গড়লেও ম্যাচ বাঁচাতে পারলেন না স্মৃতি মান্ধানারা৷ রবিরার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে সাত উইকেটে হারতে হল মিতালীদের৷ এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা টি-২০ ম্যাচে ৪০ বলে ৭৬ রান করেন স্মৃতি৷ ১২টি চার ও ২ টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস৷ মান্ধানাকে যোগ্য সংগত দেন অপর ওপেনার মিতালি রাজ৷ ডান হাতি মিতালি ৪৩ বলে ৫৩ রান করেন৷ দুই ওপেনারের ১২৯ রানের পার্টনারশিপে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ওভারে ভারত ১৯৮ রান করলেও ব্রিটিশ মহিলাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে বেগ পেতে হয়নি৷

জবাবে ১৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অবশ্য সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডকে৷ আট বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ম্যাচ জয় করেন ব্রিটিশ মহিলারা৷ ৬৪ বলে ১২৪ রানের মারকাটারি ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন ওপেনার ড্যানিয়েল ওয়াট৷ তাঁর ১৫টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস ৷

এর আগে বিরাটের কাছ থেকে অত্যন্ত মূল্যবান একটি উপহার পেয়েছিলেন ড্যানিয়েল৷ ২০১৪ সালে ইংল্যান্ড সফরে গিয়ে ডার্বিশায়ারে প্রস্তুতি ম্যাচ খেলার সময় ওয়াটকে একটি ব্যাট দিয়েছিলেন কোহলি৷ সম্প্রতি কোহলির দেওয়া সেই ব্যাট নিয়েই খেলতে শুরু করেছেন ড্যানিয়েল৷ আসন্ন ভারত সফরে সেই ব্যাট নিয়েই মিতালিদের বিরুদ্ধে লড়াই চালাতে চান বলেও জানিয়েছিলেন তিনি৷

অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-২০ সিরিজে সেই ব্যাটেই ভারতের বিরুদ্ধে ঝড় তুলে ৬৪ বলে ১২৪ রানের দুরন্ত ইনিংস খেললেন কিনা সেটা অবশ্য এখনই জানাননি ড্যানিয়েল৷ তবে এদিন মারকাটারি ইনিংসের জন্য ম্যাচের সেরাও হয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *