BRAKING NEWS

প্লেনারি সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ পি চিদম্বরমের

নয়াদিল্লি, ১৮ ফেব্রয়ারি (হি.স.): জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিজেপি বিরুদ্ধে নিন্দার ধারা অব্যহত রাখল কংগ্রেস। রবিবার প্লেনারি সম্মেলনের শেষদিনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদম্বরম। এই বিষয়ে তিনি বলেন, ড. মনমোহন সিং ১৪ কোটি মানুষকে দারিদ্রতার হাত থেকে মুক্ত করতে পেরেছিলেন। আর সেটাই তাঁর সবচেয়ে বড় সাফল্য ছিল। বিজেপি সরকার মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছে। দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ভারতীয় নাগরিকদের প্রতি বিজেপি সরকার সব চাইতে বড় অপকার করেছে।
অন্যদিকে, কংগ্রেসের আমলে ভারতের উদারীকরণ হয়েছে বলে দাবি করে পি চিদম্বরম বলেন, বর্তমান সময়ে যে আর্থিক বৃদ্ধির কথা বলা হচ্ছে তা ১৯৯০ সালে রাজীব গান্ধী যখন উদারীকরণের বীজবপন করেন তখন থেকে শুরু হয়েছিল। ড. মনমোহন সিংয়ের আমলে তা আরও বেশী গতিশীলতা লাভ করে। বিজেপি এবং এনডিএ যা খুশি বলতে পারে কিন্তু রেকর্ড অন্য কথা বলবে। অন্যদিকে আরবিআই-কে কটাক্ষ করে পি চিদম্বরম বলেন, আরবিআইয়ের আধিকারিকদের তুলনায় তিরুপতির হুন্ডি সংগ্রহকরা দ্রুত টাকা গুনতে পারে।
পি চিদম্বরমের আগে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, আর্থিক ব্যবস্থাকে বিজেপি ধ্বংস করে দিয়েছেন। এছাড়াও কৃষকদের দুরবস্থা, জিএসটি, নোটবন্দি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন মনমোহন সিং। অন্যদিকে প্লেনারি সম্মেলনে কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানিয়েছেন, বর্তমানে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের অবস্থা খুবই খারাপ। বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্কও বর্তমান সময়ে ভেঙে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *