নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত| আদালতের এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মমাণিয়াম স্বামী| আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে শুক্রবার স্বামী বলেছেন, কার্তির কাউন্সেল অভিষেক মনু সিঙভির যুক্তি ধোপে টিকল না| যেহেতু তাঁরা সত্য নয়, আদালত তাই কার্তিকে সিবিআই হেফাজতে পাঠিয়েছে| স্বামীর মতে, কার্তিকে সিবিআই হেফাজতে পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আদালত|
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে গত বুধবার গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| বুধবার সকাল আটটা নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে কার্তিকে গ্রেফতার করেছে সিবিআই| বৃহস্পতিবার কার্তিকে দিল্লির একটি আদালতে তোলা হলে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত| কার্তির বাবা পি চিদম্বরম এবং মা নলিনী চিদম্বরমের উপস্থিতিতেই আদালতে তোলা হয় কার্তিকে| উল্লেখ্য, কার্তি চিদম্বরমের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক সংগ্রাম এখন তুঙ্গে| কংগ্রেস-বিজেপি কেউই প্রতিপক্ষকে এক ইঞ্জিও ছাড়তে নারাজ|