নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ আজ আগরতলা টাউন হলে ভারতীয় জনতা পার্টির বুথ স্তরীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়৷ আজকের এই সভায় সবগুলি মন্ডলের মন্ডল প্রভারী, মন্ডল সভাপতি এবং সবগুলি জেলার জেলা প্রভারী, জেলা সভাপতি ও ম্যানেজমেন্টের ব্যাখ্যা দিতে গিয়ে জানান, এখন থেকে দলীয় সংগঠনকে বথ স্তর থেকে আরো নীচে গিয়ে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো হবে৷ আর এই উদ্দেশ্যকে সামনে রেখে বুথ স্তর পর্যন্ত দলীয় সংগঠনকে আরো মজবুত করা হবে৷ দলীয় কর্মীরা ফিডব্যাক ফর্মের মাধ্যমে স্থানীয় নাগরিকদের সমস্যা জানবেন এবং সরকারী প্রকল্পগুলির সুযোগ সঠিক ভাবে মানুষ পাচ্ছে কিনা তার উপরও নজর রাখবেন৷
এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য প্রভারী সুনিল দেওধর, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সভাপতি সুবল ভৌমিক, সহ সভাপতি গৌরাঙ্গ পাল, সহ সভাপতি রামাপদ জমাতিয়া, সহ সভাপতি রামপ্রসাদ পাল, সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, বিজেপির সকল বিধায়ক গণ, আসাম বিজেপির সংগঠন মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্র্ম ও অন্যান্য রাজ্য নেতৃত্বরা৷