BRAKING NEWS

মক্কায় হজযাত্রীদের আরাম দেবে স্মার্ট ছাতা

মক্কা, ২৬ আগস্ট (হি.স.): মক্কায় হজযাত্রীদের আরাম দেবে স্মার্ট ছাতা। যে ছাতা কেবল ছায়াই দেয় না। যেটির আছে বিশেষ ধরনের পাখা। যে ছাতা খুললেই শিশিরের মতো জল ছড়িয়ে পরবে | যা মরু অঞ্চলে আগত অতিথিদের ঠান্ডা করবে ।
আরব নিউজ জানিয়েছে, ‘কাফিয়া’ নামের এই স্মার্ট ছাতাটি উদ্ভাবন করেছেন সৌদি আরবেরই বিজ্ঞানী মহম্মদ বিন হামেদ আস-সায়েগ। হাজিদের স্বস্তি দিতে এটি উদ্ভাবন করা হয়েছে। ছাতাটির আয়তন হবে দৈর্ঘ্যে ৫৩ মিটার আর প্রস্থে ৫৩ মিটার। গ্রীষ্মের তাপদাহ থেকে এ ছাতা পবিত্র হজ পালন করতে আসা লাখো হজযাত্রীকে রক্ষা করবে।
ছাতাটির বৈশিষ্ট্য হল এটি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিঃসরণ করতে পারে। ছাতাটিতে ফ্যান আছে। এছাড়া,হাতলের নিচের একটি অংশ খুলে সেখানে একটি জলের বোতল লাগিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। ওই জলই ওপরে ফ্যানের কাছে উঠে গিয়ে শিশির বিন্দুর মতো গায়ে ছিটায়। প্রচণ্ড গরমে ফ্যানের বাতাসের পাশাপাশি এ রকম শিশির বিন্দুর স্পর্শ গরম তো দূর করবেই, যথেষ্ট আরামও দেবে।
ছাতাটিতে আলাদা করে চার্জ দেওয়া যায়। আবার সৌরশক্তি থেকেও চার্জ নিতে পারবে। এরই মধ্যে ছাতাটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা শুরু হয়েছে। যার দাম ১৬০ সৌদি রিয়াল।–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *