BRAKING NEWS

বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট গ্রাহকদের সড়ক অবরোধ ব্লক অফিস ঘেরাও, তীব্র উত্তেজনা জম্পুইজলায়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ আগষ্ট৷৷ মঙ্গলবার সকল দশটায় জম্পুইজলা-বিশালগড় সড়ক অবরোধ করে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট জনগণ৷ অবরোধ আন্দোলন চলতে থাকলেও বিদ্যুৎ নিগমের কোন আধিকারীক ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনটুকুও বোধ করেননি৷ খবর পেয়ে জম্পুইজলার মহকুমা শাসক এল ডার্লং অবরোধস্থলে ছুটে যান৷ টাকারজলা থানার পুলিশও যায়৷ আলোচনার মাধ্যমে ক্ষুব্ধ গ্রাহকদের কোনও রকমে বুঝিয়ে সুজিয়ে অবরোধ প্রত্যাহার করানোর চেষ্টা করা হয়৷ কিন্তু অবরোধকারীরা মহকুমা শাসকের আবেদনে সাড়া দেয়নি৷ অবরোধকারীরা জেদ ধরে বসেন৷
এদিকে, আন্দোলনকারীরা আরও দাবী করেন নিগমের আধিকারীক এসে তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে৷ সেই মোতাবেক প্রশাসনের তরফ থেকে স্থানীয় বিদ্যুৎ নিগমের অফিসে যোগাযোগ করা হয় এবং আধিকারীককে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করা হয়৷ কিন্তু, নিগমের আধিকারীক ভয়ে ঘটনাস্থলে পৌঁছতে চাননি যদিনা ক্ষুব্ধ জনতার রোষাণলে পড়তে হয়৷ বিকাল তিনটা নাগাদ স্থানীয় বিডিও অফিসে গিয়ে হাজির হয় আন্দোলনকারীরা৷ তখন বিডিও অফিসে জেনারেটর লাগিয়ে প্রশাসনিক কাজ করা হচ্ছিল৷ ক্ষুব্ধ জনতা জেনারেটরের সুইচ বন্ধ করে দেয়৷ তারপর অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়৷ আতঙ্কিত হয়ে পড়ে ব্লকের কর্মচারীরা৷ চারিদিকে রটে যায় ব্লকে হামলা চালিয়ে ভাঙচুর চালাচ্ছে আইপিএফটি৷ সংশ্লিষ্ট মহকুমার বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ যদিও আগামীকাল আইপিএফটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন মহকুমার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার মিছিল ও বাইক র্যালী করা দলের তরফ থেকে৷ তাই স্বাভাবিক ভাবেই এই গুজব প্রতিষ্ঠা পেয়ে যায়৷ পরে অবশ্য বিদ্যুৎ নিগমের ডেপুটি জেনারেল মেনেজার অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করা হবে৷ তারপর সন্ধ্যায় আন্দোলনকারীরা পথ অবরোধ প্রত্যাহার এবং ব্লক অফিসের তালা খুলে দেয়৷ দাবী পুরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *