BRAKING NEWS

পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তার দায়িত্বে এবার এনএসজি

পুরী, ২০ অগাস্ট (হি.স) : পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে জাতীয় নিরাপত্তা বাহিনী (‌এনএসজি)‌। জগন্নাথ মন্দিরে কোনও অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক ঘটনা ঘটলে তা রোধ করতে দ্রুত পদক্ষেপ নেবে এনএসজি। সম্প্রতি এনএসজির এক শীর্ষ আধিকারিক ১২ শতকেরও পুরনো এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পুরীতে এসেছিলেন।

পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর এনএসজি যৌথভাবে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক, ওড়িশা পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সঙ্গে একযোগে মন্দিরের নিরাপত্তা পরিকাঠামোকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। এনএসজির এক আধিকারিক বলেন, ‘মন্দিরের ভেতর ও বাইরের স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। যে কোনও ধরনের নাশকতামূলক ঘটনায় যাতে এনএসজি দ্রুত ব্যবস্থা নিতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে মন্দিরে। সিসিটিভি ক্যামেরা বা মন্দিরের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।’ আগামী ২৮ আগস্ট দু’দিনের জন্য ফের এনএসজির দল মন্দির পরিদর্শনে আসবেন।

শ্রী জগন্নাথ মন্দির খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তীর্থকেন্দ্র হিসাবে পরিচিত। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারেরও এই মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত দিকটি খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে। তাই মন্দিরের নিরাপত্তার দায়িত্ব এনএসজিকে দেওয়া হয়েছে। মন্দিরের নিরাপত্তায় রাজ্য সরকার কর্তৃক মাস্টার প্ল্যান কতটা প্রয়োগ করা হয়েছে তা খতিয়ে দেখবে এসএসজি। মন্দির কর্তৃপক্ষের সঙ্গেও নিরাপত্তা নিয়ে আলোচনায় বসবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *