নয়ডা, ১৯ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় সেক্টর ৩৪ এলাকায় অনেক উচ্চতা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মেট্রো প্রকল্পে কর্মরত এক শ্রমিকের| মৃতের নাম হল, গয়া প্রসাদ| পুলিশ সূত্রের খবর, শনিবার নয়ডার সেক্টর ৩৪ এলাকায় মেট্রো প্রকল্পে কর্মরত অবস্থায় অনেক উচ্চতা থেকে পড়ে যান গয়া প্রসাদ নামে এক শ্রমিক|
অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি| চিকিত্সা চলাকালীন প্রাণ হারান ওই শ্রমিক| শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই মেট্রো প্রকল্পে কর্মরত ছিলেন ওই শ্রমিক| হিন্দুস্থান সমাচার| রাকেশ|
কোটায় প্রহারে মৃত্যু অটো চালকের, তদন্ত শুরু করেছে পুলিশ
কোটা (রাজস্থান), ১৯ আগস্ট (হি.স.): রাজস্থানের কোটায় আততায়ীর প্রহারে মৃত্যু হল এক অটো চালকের| মৃতের নাম হল, লাল সিং তানওয়ার (৪৫)| তাঁর বাড়ি বাপু কলোনির কুনহারি এলাকায়| শুক্রবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে সঞ্জয় গান্ধী নগর এলাকায়| বিজ্ঞান নগর পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর (এসআই) রমেশ চন্দ ভার্গব জানিয়েছেন, শুক্রবার রাত তখন ১০টা হবে, বাড়িতে ফিরছিলেন অটো চালক লাল সিং তানওয়ার| সঞ্জয় গান্ধী নগর এলাকায় ব্রিজের নিচে তাঁর পথ আটকায় অজ্ঞাত পরিচয় আততায়ী| কোনও কিছু বুঝে ওঠার আগেই হামলা চালানো হয়| খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ| আশঙ্কাজনক অবস্থায় অটো চালক লাল সিং তানওয়ারকে মহারাও ভীম সিং (এমবিএস) হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, তাঁকে প্রাণে বাঁচানো যায়নি|
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের প্রতিবেশী ভূপেন্দ্র সিং খুনের ঘটনার সঙ্গে যুক্ত| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|