BRAKING NEWS

মাণ্ডিতে ভূমিধসের কবলে দুটি বাস, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

শিমলা, ১৩ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় প্রবল ভূমিধসের কবলে পড়ল দুটি যাত্রীবোঝাই বাস| মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে| অন্তত ৫০ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে| হিমাচল প্রদেশের পরিবহণ মন্ত্রী জি এস বালি দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গভীর রাত ২টো নাগাদ মাণ্ডি জেলার কোটরূপী এলাকায় মাণ্ডি-পাঠানকোট জাতীয় সড়কে দুটি যাত্রীবোঝাই বাস ভূমিধসের কবলে পড়ে|
দুর্ঘটনাগ্রস্ত দুটি বাসের মধ্যে একটি মানালি থেকে চাম্বা যচ্ছিল| অন্য বাসটি মানালি থেকে জম্মু-র কাটরা যাচ্ছিল| দুর্ঘটনাটি ঘটেছে গভীর রাত দুটো নাগাদ| খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় মাণ্ডি জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল| উদ্ধারকার্য শুরু করেছে এনডিআরএফ|
স্পেশাল সেক্রেটারি (দুর্যোগ) ডি ডি শর্মা জানিয়েছেন, রাস্তার ধারে একটি ধাবার সামনে দাঁড়িয়েছিল বাস দু’টি| আচমকাই ভূমিধসের কারণে বাস দুটি ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়| ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যায় বাস দুটি| উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে| অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *