ভিডিওতে দেখা গেছে, লালকেল্লার সামনে দাঁড়িয়ে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সাংকেতিক ভাষায় জাতীয় সংগীত পরিবেশন করছেন অমিতাভ। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ জানিয়েছেন, প্রতিবন্ধীদের দিব্যাঙ্গ হিসেবে পরিচিতি দিতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ভাবনাকে গুরুত্ব দিয়ে বিশেষ এই মানুষগুলির জন্য সাংকেতিক ভাষায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। দিব্যাঙ্গদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনাকেও সামনে আনেন তিনি। বলেন, জাতি গঠনে যখন দিব্যাঙ্গদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা হবে। এবং তারা দেশ গড়ার কাজে হাত লাগাবে তখনই দেশের উন্নতি সার্থকতা পাবে, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী।