গোরক্ষপুর, ১০ আগস্ট (হি.স): উত্তরপ্রদেশে গোরক্ষপুরে হাসপাতালে অক্সিজেনের অভাবে গত ৪৮ ঘন্টায় ৩০টি শিশুর মৃত্যু হয়েছে | গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিকেল কলেজ (বিআরডি) হাসপাতালের অক্সিজেন সরবরাহকারী সংস্থা গত রাত থেকে অক্সিজেন সরবরাহ করা বন্ধ করে দেওয়ায় শুক্রবার এই খবর লেখা পর্যন্ত ৩০টি শিশুর মৃত্যু হয়েছে | খবরের সত্যতা স্বীকার করেছে জেলাশাসক রাজীব রাউতেলা |
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী সংস্থা গত রাত থেকে অক্সিজেন সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই এনসেফেলাইটিসে ভুগছিল। দিন দু’য়েক আগেই ওই হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখেন। এর দু’দিনের মধ্যেই এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, ওই হাসপাতালে যে সংস্থা অক্সিজেন সরবরাহ করত তাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষের প্রায় ৬৬ লাখ টাকা বকেয়া ছিল। সংশ্লিষ্ট সংস্থা বারবার বলা সত্ত্বেও ওই টাকা মেটানো হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে হাসপাতালে অক্সিজেনের ঘাটতির কথা টেকনিসিয়ানরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিল। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।
ওই সংস্থা গত রাত থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। যার ফল ভুগতে হয় নিরীহ শিশুদের। একে একে গত ৪৮ ঘন্টায় ৩০টি শিশুর মৃত্যু হয়। ঘটনাটি প্রকাশ্যে এলে হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ে। পরে তারা ফের অক্সিজেন সরবারহের ব্যবস্থা করে। যদিও ফের একবার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা রাজ্য সরকারের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।