হাফলং (অসম), ০৯ আগস্ট, (হি.স.) : আগামী অক্টোবর মাসের মধ্যে শিলচর-গুয়াহাটির মধ্যে হিল ক্যুইন ট্রেন চলাচল শুরু করা হবে বলে জানালেন উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রমোদকুমার জৈন। কিছুদিন আগে হাফলং এসে এনসি হিলস্ ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের সঙ্গে এক বৈঠকে ডিআরএম জানিয়ে ছিলেন, জুলাই থেকেই গুয়াহাটী-শিলচরের মধ্যে হিল ক্যুইন ট্রেন চলাচল শুরু করা হবে। কিন্তু জুলাই পেরিয়ে আগস্ট মাস আসার পরও এই ট্রেন চলাচল শুরু হয়নি।
আজ লামডিঙে তাঁর দফতরে ছাত্র সংগঠনটির সভাপতি ডেভিড কেভমকে ডিআরএম জানান, বর্ষার মরশুমের দরুন জুলাই মাসে হিল ক্যুইন ট্রেন চালু করা সম্ভব হয়নি। তবে ডিআরএম ডেভিড কেভমকে আশ্বস্ত করে বলেছেন, আগামী অক্টোবরের মধ্যে গুয়াহাটি-শিলচর হিল ক্যুইন ট্রেন ফের চালু করা হবে।
উল্লেখ্য, লামডিং-শিলচর মিটারগেজ রেলপথে হাফলং-লামডিং হিল ক্যুইন ট্রেন চলাচল করত। কিন্তু মিটারগেজ রেললাইন তুলে নেওয়ার পর ব্রডগেজ রেলপথে অন্যান্যা ট্রেন চলাচল শুরু হলেও হিল ক্যুইন ট্রেন তুলে নেওয়া হয়। তার পর থেকেই পাহাড়ের বিভিন্ন সংগঠন হিল ক্যুইন ট্রেন ফের চালু করার দাবি জানিয়ে আসছিল উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের কাছে।