দুর্গাপুর, ৭ আগষ্ট (হি.স): সাহস থাকলে লোকসভা-বিধানসভার মত কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করান। দেখবেন দুর্গাপুরে একটাও ঘাস গজাবে না। সোমবার দুর্গাপুরে এক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীকে উদ্দ্যেশ্য করে এমনই চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। পাশাপাশি মুকুল রায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন রাহুলবাবু।
আগামী ১৩ আগস্ট দুর্গাপুর পুর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। মনোনয়ন জমার পর থেকে বিরোধী প্রার্থীদের হুমকি থেকে প্রচারে বাধা এমনকি ফ্লেক্স ছেড়ারও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এদিন দুর্গাপুর ১০ নং ওয়ার্ডের দলীয় সভায় ওই ফ্লেক্স ছেড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুরু করেন রাহুল সিনহা। তিনি বলেন, তৃণমূল ভোট লুঠ করবে। এরা তো মিড মিলের বাচ্চাদের মুখের খাবারটাও লুঠ করে নেয়। আর এখন প্রচার ফ্লেক্সগুলোও লুঠ করে নিচ্ছে।\” তিনি আরও বলেন, দিদিমনির গুন্ডাবাহিনী তৈরী না থাকার জন্য দুর্গাপুর পুর নির্বাচন দেরিতে করাচ্ছেন। সাহস থাকলে লোকসভা-বিধানসভার মতো কেন্দ্রীয়বাহিনী দিয়ে ভোট করান। দেখবেন একটাও ঘাসফুল গজাবে না। কিন্তু তাঁর সাহস নেই দিদিমনির।\”
পাশাপাশি এদিন বৈদিক ভিলেজ কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কেও তুলোধনা করেন। রাহুলবাবু বলেন,\” তিনি তো সব বিষয়ে মুখ খোলেন, বৈদিক ভিলেজ কান্ডে ভাইপোর জমির কমিশন খাওয়া নিয়ে পিসিমনি চুপ কেন?\” তিনি আরও বলেন, \” আগে দিদিমনির ভাইরা কয়লার টাকা খেত। এখন আবার ভাইপোর ভাইয়েরা টাকা তোলার টাকা খাচ্ছে। পাশাপাশি তিনি বাদুড়িয়ার ঘটনা টেনে বলেন, \”রাজ্যে এখন জঙ্গলরাজ চলছে, স্বৈরাচারী রাজ চলছে। এসবের থেকে মানুষ পরিত্রাণ চাইছে|