নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের বাড়িতে| বুধবার সকালে দিল্লির নিজামউদ্দিন এলাকায়, শীলা দীক্ষিতের বাড়ির বেসমেন্টে আচমকা আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে শীলা দীক্ষিতের বাড়িতে পৌঁছয় দমকলের মোট দু’টি ইঞ্জিন ও পুলিশ| বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, বুধবার সকাল ৯.৩৮ মিনিট নাগাদ খবর পাওয়া যায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের, নিজামউদ্দিন এলাকায় অবস্থিত বড়ির বেসমেন্টে আগুন লেগেছে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে শীলা দীক্ষিতের বাড়িতে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন| বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বৈদুত্যিক মিটার বক্স থেকেই সম্ভবত আগুন লেগেছে| উল্লেখ্য, ১৯৯৮-২০১৩ সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত| তিনি আবার কেরলের রাজ্যপাল-ও ছিলেন|