নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): দিল্লির চাঁদনি চক এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ৪০টিরও বেশি পাইকারি দোকান| সোমবার রাত ৯.৩০ মিনিট নাগাদ পুরনো দিল্লির চাঁদনি চক এলাকায়, মোতি বাজারে অবস্থিত একটি কাপড়ের দোকানে প্রথমে আগুন লাগে| দমকলের ২৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পেঁৗছে মধ্যরাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও, আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে ৪০-৫০টি পাইকারি দোকান|
পদস্থ এক দমকল আধিকারিক জানিয়েছেন, রাত ৯.৩৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পান তাঁরা| সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে পেঁৗছয়| সব মিলিয়ে দমকলের মোট ২৯টি ইঞ্জিন মধ্যরাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়| প্রায় ৭ ঘন্টার চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণেও আসে| যদিও ততক্ষণে সবশেষ| আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় ৪০-৫০টি পাইকারি দোকান|
ওই এলাকার কাউন্সিলর রবি কাপতান জানিয়েছেন, বিধ্বংসী আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| এছাড়া কাটরা দুলিয়ার পিছনে অবস্থিত একটি তিন তলা বহুতল ভেঙে পড়েছে| তবে স্বস্তি হল অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন| তবে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে|