নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির কলসীমুখ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ৷ গরিবদের বরাদ্দ ঠকিয়ে নিয়ে নিচ্ছে শাসকদলের লোকেরা এমনি অভিযোগ করেছেন গ্রামবাসীরা৷ তারা জানায় দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় শাসকদলের লোকেরা তাদেরকে ঠকিয়ে লুঠপাঠ করে আসছে৷ যদিও তার এই সমস্ত ঘটনা জোলাইবাড়ি ব্লকের বিডিও এর জানায় কিন্তু তিনি এই ব্যাপারে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে বলে অভিযোগ করে গ্রামবাসীরা৷ এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েত কর্তৃক প্রদত্ত মশারি বেনিফিসারী না দিয়ে বক্স ভর্তি করে অন্য একজনের বাড়িতে রেখেছেন৷ তাছাড়া গ্রামবাসীরা আরো বলেন, পানীয় জলের জন্য গ্রামের মধ্যে একটি মেশিন বসানো হয় কিন্তু আজ পর্যন্ত তা কোন কাজে আসেনি৷ বর্তমানে এই মেশিনটিকে বন জঙ্গলে ঘিরে ফেলেছে৷ এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েতের লোকজন ও কতিপয় শাসক দলের লোকজন গ্রামবাসীদের কাছে দাবী করেছে এই মেশিন দিয়ে জল পেতে গেলে এলাকার সমস্ত লোকজনের পরিবার পিছু ৫০ টাকা করে দিতে হবে৷ যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা৷