নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম হয়েছেন দুইজন৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসা থানার অধীন পশ্চিম কুলাই গ্রামে৷ আহতরা হলেন আরতি ত্রিপুরা (৪৩) এবং সুধন ত্রিপুরা (৩৬)৷ তাদেরকে কুলাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ এই ব্যাপারে আমবাসা থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আরতি ত্রিপুরার স্বামী দেবেন্দ্র ত্রিপুরার সাথে প্রতিবেশী জীবন ত্রিপুরার কোন একটি বিষয় নিয়ে কিছুদিন ধরেই মতবিরোধ চলছিল৷ এই মতবিরোধের জেরে প্রায়ই দুই পরিবারের মধ্যে তর্কযুদ্ধ হচ্ছিল৷ শনিবারও দুই পরিবারের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বিবাদ হয়৷ এই বিবাদের মধ্যেই একসময় উত্তেজিত হয় জীবন ত্রিপুরা ও তার পরিবারের লোকজন দেবেন্দ্র ত্রিপুরার বাড়িতে চড়াও হয়৷ দেবেন্দ্র ত্রিপুরাকে মারধর করতে এগিয়ে যায়৷ তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী আরতি ত্রিপুরা ও ছেলে সুধন ত্রিপুরা৷ জীবন ত্রিপুরা ও তার পরিবারের লোকজন আরতি ও সুধনকে বেধরক মারধর করে৷ তাতে তারা রক্তাক্ত হন৷ তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর ঘায়েল অবস্থায় কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের চিকিৎসা চলছে৷ এদিকে, দেবেন্দ্র ত্রিপুরার পরিবারের তরফ থেকে গোটা ঘটনা জানিয়ে আমবাসা থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ ঘটাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে৷ এদিকে, ঘটনার পর থেকে জীবন ত্রিপুরা ও তার পরিবারের লোকজন আত্মগোপন করে রয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷