নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): কপিল মিশ্রর একের পর এক তোপের মধ্যে ওয়াটার ট্যাঙ্ক দুর্নীতির মামলায় অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক পরামর্শদাতা বৈভব প্যাটেলকে সমন পাঠাল দুর্নীতিদমন শাখা (এসিবি)। রবিবার ৪০০ কোটির জলের ট্যাঙ্ক দুর্নীতি মামলায় বুধবার বৈভব প্যাটেলকে তলব করেছে দিল্লির দুর্নীতি দমন শাখা। যার ফলে কেজরিওয়ালের বিপদ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবাহ মহল।
গত বৃহস্পতিবার আম আদমি পার্টির বহিষ্কৃত নেতা কপিল মিশ্র দিল্লি সরকারের “বড় মাথা”-দের বিরুদ্ধে ওয়াটার ট্যাঙ্ক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনেন। দুর্নীতিদমন শাখায় আধিকারিকদের তিনি বলেন, এই বিষয়ে রাজ্যের কোষাগার থেকে ৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য সামনে এনে কেজরিওয়াল সরকার টাকার অপব্যবহার করেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কপিল মিশ্র।
বহিষ্কৃত আপ নেতা কপিল মিশ্রর অভিযোগের ভিত্তিতেই বিভব প্যাটেলকে তলব করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের এক আধিকারিক। তিনি জানিয়েছেন, ‘দুর্নীতি দমন শাখায় কপিল মিশ্র যে অভিযোগ করেছে, তার ভিত্তিতেই বিভব প্যাটেলকে ডেকে পাঠিয়েছি। কেজরিওয়াল ঘনিষ্ঠ আশিষ তলোয়ারেকও শমন পাঠানো হয়েছে। দু’জনের বিরুদ্ধেই ইচ্ছে করে তদন্তে ঢিলেমি দেওয়ার অভিযোগ রয়েছে।’
নগদ ঘুষ নেওয়া হোক বা জমি কেলেঙ্কারি অথবা বিদেশ সফরে গিয়ে টাকা নয়ছয়, দল থেক বহিষ্কৃত হওয়ার পর থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং আপের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন রাজধানীর প্রাক্তন জলসম্পদ মন্ত্রী কপিল মিশ্র। সমস্ত প্রমাণপত্র নিয়ে বৃহস্পতিবার দুর্নীতি দমন শাখার দফতরে হাজিরা দেন তিনি। কেজরিওয়াল ও তাঁর দুই ঘনিষ্ঠের বিরুদ্ধে বয়ান রেকর্ড করেন। তারপরই কেজরিওয়াল ঘনিষ্ঠ ওই দু’জনকে তলব করেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।