লখনউ, ২৮ মার্চ (হি.স.) : বোর্ডের পরীক্ষায় গণ টোকাটুকি রুখতে কড়া ব্যবস্থা নিল উত্তর প্রদেশ সরকার| টোকাটুকির খবর পুলিশকে জানাতে মঙ্গলবার দুটি হেল্পলাইন চালু করল যোগী আদিত্যনাথ সরকার| এদিন উত্তর প্রদেশ সরকারের চালু করা ফোন নম্বরের একটি হল হোয়াটসঅ্যাপ নম্বর(৯৪৫৪৪৫৭২৪১) এবং অন্যটি ল্যান্ডলাইন নম্বর(০৫২২-২২৩৬৭৬০)| এই দুটি নম্বরে ্পরীক্ষায় টোকাটুকি সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানোর অনুরোধ করে বলা হয়েছে| অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ |
এমাসের প্রথম দিকে উত্তর প্রদেশ বোর্ডের দশম ও একাদশ শ্রেণির পরীক্ষায় ব্যাপক টোকাটুকি ধরা পড়ে| ঠিক একেবারে বিহারের হাজিপুরের ঢংয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় টোকাটুকি করে পরীক্ষার্থীরা| পড়ুয়াদের আত্মীয়রা পরীক্ষা কেন্দ্রের জানলায় উঠে টুকলি সাপ্লাই করেছে| এনিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করলেন যোগী আদিত্যনাথ| ইতিমধ্যেই টোকাটুকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষক ও ছাত্র মিলিয়ে মোট ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে|
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারের সময়েই মোদী ঘোষণা করেছিলেন, উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় এলে পরীক্ষায় টোকাটুকি একেবারে বন্ধ হয়েহ যাবে| প্রধানমন্ত্রী সে সময় মন্তব্য করেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে আগামী প্রজন্মটাই নষ্ট হয়ে যাবে| এজিনিস চলতে দেওয়া যায় না| সেই ব্যবস্থাই করলেন যোগী আদিত্যনাখ|