ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় হয়েছে বিজেপির| মোদী ম্যাজিকে একেবারে ম্লান হয়ে গিয়েছে হাত-সাইকেল জোট| মুখ থুবড়ে পড়েছে বহুজন সমাজ পার্টিও| উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প| এই খবরটি প্রকাশ্যে এনেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিয়ান স্পাইসার|
উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জানুয়ারি আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প| তারপর থেকে এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প| ইতিমধ্যে একে-অপরকে নিজের দেশে আমন্ত্রণও জানিয়েছেন তাঁরা|
সমাজবাদী পার্টির হাত থেকে উত্তর প্রদেশ ছিনিয়ে নিয়েছে বিজেপি| ৪০৩টি আসনের মধ্যে ৩১২টিই দখলে নিয়েছে গেরুয়া শিবির| তাছাড় উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরেও সরকার গড়তে সক্ষম হয়েছে বিজেপি| পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র পঞ্জাবই হাতছাড়া হয়েছে|