BRAKING NEWS

গুয়াহাটিতে রাজধানী এক্সপ্রেসে উদ্ধার ৬০ কেজি গাঁজা, আটক শিক্ষক-সহ দুই

গুয়াহাটি, ২১ মার্চ, (হি.স.) : ফের গুয়াহাটি রেলস্টেশনে বাজেয়াপ্ত করা হয়েছে বহু পরিমাণের নিষিদ্ধ নেশা সামগ্রী গাঁজা। গত শনি ও রবিবারের পর আজ সকালে ডাউন রাজধানী এক্সপ্রেসে রুটিন তালাশির সময় ৬০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছেন রেল পুলিশের কর্মীরা। গাঁজা পাচারের সঙ্গে জড়িত পাপ্পু সিং এবং রঞ্জিত শ্রীবাস্তব নামের দুই ব্যক্তিকে আটক করে গ্রেফতার করা হয়েছে।
ধৃত পাপ্পু নিজেকে একজন স্কুল শিক্ষক এবং যোরহাটের (অসম) বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। পুলিশের কাছে উভয়ে তাদের স্বীকারোক্তিতে জানিয়েছে, গাঁজাগুলি নাগাল্যান্ডের ডিমাপুর থেকে নিয়ে আসছে তারা। গন্তব্যস্থল উত্তরপ্রদেশ।
উল্লেখ্য, এর আগে গত শনিবার গুয়াহাটি রেল স্টেশনেই ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেসে বাজেয়াপ্ত হয়েছিল লক্ষাধিক টাকার দশ কিলোগ্রাম ওজনের নিষিদ্ধ গাঁজা। গাঁজা পাচারের সঙ্গে জড়িত জনৈক রোহিত সিংকে গ্রেফতার করা হয়েছিল। রোহিতও তার জবানবন্দিতে বলেছিল, এলাহাবাদে কোনও এক নেশা কারবারি চক্রের হাতে এগুলি সমঝে দিতে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে নিয়ে আসছিল সে।
এ ঘটনার পরের দিন রবিবার গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ পুলিশের অভিযানে বহু লক্ষ টাকার দশ কিলোগ্রাম ওজনের গাঁজা উদ্ধার হয়েছিল। সেদিন সকাল প্রায় ৮.৩০ মিনিট নাগাদ বশিষ্ঠ থানা এলাকায় এনএল এন ১৮৪০ নম্বরের দশ চাকার একটি লরিতে তালাশি চালাতে গিয়ে এর ভিতরে নয় প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশের অভিযানকারী দল। গাঁজা পাচারের অভিযোগে প্রাথমিকভাবে লরির চালক ও খালাসি যথাক্রমে নরেন্দ্র সিং (৩৭) এবং খালাসি আকাশ যাদব (১৯)কে আটক করা হয়। নরেন্দ্র এবং আকাশ দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশের বেরেলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *