শিলিগুড়ি, ৫ মার্চ (হি.স.) : “ভবিষ্যতে জাতি-নামের ভিত্তিতে আর কোনও রেজিমেন্ট গঠন হবে না।” বেশ কয়েকটি স্কুলের উদ্বোধনে রবিবার দার্জিলিঙে এসে একথা বলেন, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর। তিনি বলেন, নাম-জাতির ভিত্তিতে আর কোনও রেজিমেন্ট তৈরি হবে না।তবে যে রেজিমেন্ট আছে তা থাকবে। সেগুলোর নাম পরিবর্তন হবে না। জানিয়ে দেন, “উত্তর-পূর্বাঞ্চলে চিনের আগ্রাসন রুখতে পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। এই এলাকায় সেনাবাহিনীর ৩৩ কোর কাজ করছে। চিন ছাড়াও নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত এলাকায় আছে। আমরা সবকিছু চিন্তাভাবনা করে পরিকাঠামোর উন্নয়নের দিকে জোর দিয়েছি। সিকিমে চিন সীমান্তে যে সমস্যা ছিল তা দ্রুত সমাধান করা হবে। জমি নিয়ে কিছু সমস্যা আছে। তা নিয়ে সিকিম ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলা হবে।”দলাই লামার অরুণাচল প্রদেশ সফরে চিনের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, “এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মন্তব্য করতে পারবে। তবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশে কে আসবেন, কোথায় যাবেন তা একান্ত আমার দেশের বিষয়।”সেনাবাহিনীতে সহায়ক বিতর্ক নিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান, ঘটনার তদন্ত চলছে। সেনাবাহিনীকে বলেছি বিকল্প সমাধান খুঁজতে। সীমান্ত এলাকায় সিভিলিয়ানদের সহায়ক হিসেবে নিয়োগ করা সম্ভব নয়। তবে সেনা দফতরগুলিতে প্রয়োজনে সহায়ক হিসেবে সিভিলিয়ান সাপোর্ট নেওয়া যেতে পারে। এদিকে উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তা নিয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “উনি একজন সাংসদ। নিজের কেন্দ্রে প্রচার করতেই পারেন।”-