নয়ািদল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : আজ থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন | আগামীকাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| তার আগে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে সরকার ও বিরোধীদের চাপান উতর | এই চাপান উতরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে এক হাত নিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু|
তিনি বলেন, মনমোহন সিং ও পি চিদম্বরম দেশের বর্তমান অর্থনীতির সম্পর্কে মিথ্যে কথা বলছেন| এতে লগ্নিকারীদের কাছে ভুল বার্তা যাচ্ছে বলে অভিযোগ করলেন নাইডু| তাঁর অভিযোগ, মনমোহন সিং ও পি চিদম্বরম দুজনেই ব্যর্থ অর্থনীতিবিদ| আমাদের তাঁদের কাছ থেকে কোনও সার্টিফিকেটের দরকার নেই| তাঁরা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিলেন| আর এখন উলটো পালটা বলে লগ্নিকারীদের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন| প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আক্রমণ করে তিনি আরও বলেন, তিনি একসময়ে রিজ়ার্ভ ব্যাঙ্কের গর্ভনর, দেশের অর্থমন্ত্রী ও প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন| কিন্তু, তারপরেও প্রধানমন্ত্রীর আসনে বসে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন|