BRAKING NEWS

ঘন কুয়াশায় জয়পুর–আগ্রা জাতীয় সড়কে ৩০টি গাড়ির সংঘর্ষে হত এক, আহত ৩৬ জন

accidentনয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : ঘন কুয়াশায় জয়পুর–আগ্রা জাতীয় সড়কে পর পর ৩০টি গাড়ির সংঘর্ষ । রবিবার ভোরের এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন একজন। আহত কমপক্ষে ৩৬ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কুয়াশার কারণে ১১ নম্বর জাতীয় সড়কে কানোটার কাছে এদিন প্রায় ৩০ টি গাড়ি একে অন্যের সঙ্গে সংঘর্ষে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। যার মধ্যে প্রাইভেট কার ছাড়াও বাস, লরি ছিল। কুয়াশা এতটাই তীব্র ছিল যে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। ব্যস্ত হাইওয়েতে তখন একের পর এক গাড়ি ছুটে চলেছে। তখনই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা।
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ১১ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারীরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আহতদের যাতে মেডিক্যাল সাহায্যে মেলে তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলেই রয়েছে। এই দুর্ঘটনা ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, একই সপ্তাহের মধ্যে একই হাইওয়েতে এই নিয়ে দ্বিতীয়বার বড়সড় দুর্ঘটনা ঘটল। এই রাস্তাতেই গত সপ্তাহে পথদুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনাতে আরও ৭জন আহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *