BRAKING NEWS

লোকসভা ও বিধানসভা নির্বাচন এক সাথে চাইলেন রাজ্যপালও

tathagata-royনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ দেশে লোকসভা এবং বিধানসভা নির্বাচন এক সাথে চাইলেন রাজ্যপাল তথাগত রায়ও৷ তাঁর মতে, একত্রে নির্বাচন অনুষ্ঠিত হলে একদিকে যেমন ব্যয়ভার লাঘব হবে, অন্যদিকে উন্নয়ন কাজ আরো ত্বরান্বিত হবে৷ তাই ব্রিটিশ সংবিধানকে অনুসরণ করার বদলে মার্কিন সংবিধানের ধাঁচে সাধারণ নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একত্রে অনুষ্ঠিত করার পক্ষে জোর সওয়াল করেন রাজ্যপাল৷ বুধবার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত সপ্তম জাতীয় ভোটার ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় এই অভিমত ব্যক্ত করেছেন৷
তিনি বলেন, আমাদের দেশে প্রায় প্রতিবছরই কোথাও না কোথাও নির্বাচন অনুষ্ঠিত হয়৷ তাতে সময় ও অর্থের অপচয় হয়৷ দেশের প্রধানমন্ত্রী চাইছেন লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একসাথে অনুষ্ঠিত করতে৷ রাজ্যপাল মনে করেন, এই উদ্যোগ গ্রহণ করা হলে দেশের কল্যাণ হবে৷ তিনি বলেন, ব্রিটিশ সংবিধানকে অনুসরণ করে এদেশের সংবিধান রচিত হয়েছে৷ কিন্তু তিনি চাইছেন মার্কিন সংবিধানের ধাঁচেই হোক ভারতের নির্বাচন প্রক্রিয়া৷ আমেরিকায় প্রতি চার বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সেখানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি অন্যান্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সারা বিশ্বের মধ্যে ভারত সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র৷ স্বাধীনতার পরবর্তী সময় থেকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মাধ্যমেই গণতন্ত্র রক্ষিত হয়ে আসছে৷ এই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে রাজ্যপাল মনে করেন লোকসভা এবং বিধানসভা নির্বাচন একত্রে অনুষ্ঠিত করাই শ্রেয় হবে৷
এদিন, অনুষ্ঠানে রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাও বলেন, আজ এবছরের ৩১ হাজার নতুন ভোটার এপিক কার্ড পাবেন৷ মুখ্য নির্বাচনী আধিকারিক এস কে রাকেশ বলেন, রাজ্যে অনুষ্ঠিত নির্বাচন গুলিতে ভোটাররা উল্লেখযোগ্যহারে মতদান করেন৷ প্রতি নির্বাচনে প্রায় ৯০ হাজার ভোটার ভোট বাক্সে মতদান করেন৷ দেশের মধ্যে ত্রিপুরায় সর্বাধিক মতদাতার রেকর্ড করেছে৷ এদিন, রাজ্যের কৃতি জিমন্যাস্ট দীপা কর্মকার নতুন ভোটারদের শপথ বাক্য পাঠ করান৷ এই অনুষ্ঠানে পশ্চিম জেলা অতিরিক্ত জেলাশাসক কুন্তল দাসও উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *