যোধপুর, ১৮ জানুয়ারি (হি.স.): যোধপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে স্বস্তি পেলেন বলিউড অভিনেতা সলমন খান| বুধবার, ১৮ জানুয়ারি দীর্ঘ ১৮ বছরের পুরানো বেআইনি অস্ত্র মামলায় বেকসুর খালান পেলেন সলমন খান| লাইসেন্সের মেয়াদ অতিক্রান্ত হওয়া আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ ছিল সলমনের বিরুদ্ধে| সেই আগ্নেয়াস্ত্র দিয়েই ১৮ বছর আগে চিঙ্কারা হরিণমেরেছেন সলমন| বুধবার সলমনের আইনজীবী জানিয়েছেন, সরকার পক্ষ প্রয়োজনীয় প্রমাণ দিতে পারেনি, তাই বিচারক সলমনকে বেকসুর খালাস করেছেন| উপযুক্ত প্রমাণের অভাবেই সলমনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়|
দীর্ঘ ১৮ বছর আগে ১৯৯৮ সালে `হাম সাথ সাথ হে’ ছবির শু্যটিংয়ের সময় যোধপুরের কনকনি গ্রামে কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে| অভিযোগ, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ বন্দুক দিয়ে লুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন তিনি| সলমনের বিরুদ্ধে মামলা করে বন দফতর| যোধপুর জেলা দায়রা আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হয় গত বছরের ৯ ডিসেম্বর|
গত ৯ জানুয়ারি আদালত জানিয়েছিল, ১৮ জানুয়ারি বেআইনি অস্ত্র মামলার রায়দান হবে| সেই মতো মঙ্গলবার রাতেই বোন আলভিয়াকে নিয়ে যোধপুর পেঁ ছন সলমন| এদিন আদালতেও সলমনের সঙ্গে ছিলেন তঁার বোন|