প্রবল তুষারপাতে বিপর‌্যস্ত কাশ্মীর উপত্যকা, বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

snowfallজম্মু, ১৬ জানুয়ারি (হি.স.): প্রবল তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| সোমবার ট্র‌্যাফিক বিভাগের পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, রবিবার রাত থেকে সোমবার সকাল পর‌্যন্ত পাটনিটপ এবং বান্নিহালে প্রবল তুষারপাত হয়| এরপরই বন্ধ করে দেওয়া হয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| তুষারপাতের কারণে বিপর‌্যস্ত ভূস্বর্গের স্বাভাবিক জনজীবনও|
রবিবার রাতে ভারী তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরে| তুষারপাতের কারণে পাটনিটপ এবং জওহর গিরিপথে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ| বন্ধ রয়েছে বারামুল্লা-বাণিহাল ট্রেন চলাচলও| এখানেই শেষ নয়, ভারী তুষারপাতের কারণে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *