গুয়াহাটি, ১৫ জানুয়ারি, (হি.স.) : বিমুদ্রাকরণের প্রতিবাদী ধারা কর্মসূচির সফল বাস্তবায়নের উদ্দেশ্যে অসম প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে আজ রবিবার এক গুরুত্বপূৰ্ণ সভা অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির অন্যতম অঙ্গ ১৮ জানুয়ারি গুয়াহাটিতে রিজাৰ্ভ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন সম্পর্কে বিস্তৃত প্রস্তুতি-পন্থা অববম্বন করেন দলের প্রদেশ নেতৃত্ব। প্রদেশ সভাপতি রিপুন বরার পৌরোহিত্য আনুষ্ঠিত সভায় রাজ্যের সকল কংগ্ৰেসকৰ্মীকে এতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। এ ধরনের নানা প্রতিবাদী কর্মসূচি আগামী মাৰ্চ পর্যন্ত চলবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সভাপতি রিপুন বরা।
এদিকে আজ রবিবারও ফের কেন্দ্ৰীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ। স্বভাবসুলভ ভঙ্গিতে আজও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরএসএসের প্ৰচারক বলে সম্বোধন করেছেন। মোদি ভারতের নতুন মহাত্মা গান্ধী হতে চাইছেন বলেও কটাক্ষ করেন তিনি।
মুখ্যমন্ত্ৰী সনোয়ালের দুদিন আগের এক মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে তার সত্যতা প্ৰমাণ করুন সর্বানন্দ। বলেন, প্রায় সাত মাস হতে চলল, বিজেপি সরকার এখনও কোনও প্ৰতিশ্ৰুতিই পালন করতে পারেনি। এটা বিস্ময়কর ঘটনা বলেও মনে করেন সাবেক মুখ্যমন্ত্রী।