নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রশিক্ষণরত চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন৷ বেতন বৈষম্য দূর করার দাবিতেই এই ধর্মঘট৷ অবিলম্বে প্রশিক্ষণরত চিকিৎসকদের ইনক্রিমেন্ট চালু করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে দীর্ঘদিন ধরেই তালবাহানা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে৷ একই বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্যের দুটি মেডিক্যাল কলেজ পরিচালিত হওয়া সত্ত্বেও হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে বেতন বৈষম্য অব্যাহত রয়েছে৷ সে কারণেই তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হয়েছেন৷ প্রশিক্ষণরত চিকিৎসকদের কর্মবিরতির ফলে শুক্রবার সকাল থেকেই হাঁপানিয়াস্থিত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়৷ অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে অচলাবস্থা দেখা দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷