নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : একের পর এক সামরিক ও আধা-সামরিক জওয়ানের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত| শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, প্রকাশ্যে এভাবে অভিযোগ জানানো ঠিক নয়| সব জওয়ানকেই মাথায় রাখতে হবে আমরা একটা পরিবার| দেশজুড়ে বিতর্কের সমাধানের চেষ্টায় সেনাধ্যেক্ষ পরামর্শ, যে কোনও অভিযোগ সরাসরি তাঁর কাছে জানাতে| তিনি জানান এর জন্য পৃথক বাক্স থাকবে| এমনকী, অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি|
গতকালই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিচারকের কাজ করানোর অভিযোগ তোলেন এক সেনা জওয়ান| সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় দেহরাদুনের ৪২ নম্বর ইনফ্যান্ট্রি বিগ্রেডের ল্যান্সনায়েক যজ্ঞপ্রতাপ সিংহের দাবি করেন, তাঁকে দিয়ে পরিচারকের কাজ করানো হত| তিনি প্রশ্ন তোলেন, একজন সেনাকে কেন ঊর্ধ্বতন অফিসারের জুতো পলিশ করতে হবে?
এর আগে সেনাবাহিনীর এক জওয়ান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন| যে ভিডিওয় জওয়ান তেজ বাহাদুর যাদব প্রশ্ন তুলেছিলেন খাবারের মান নিয়ে| ভিডিওয় তাঁর অভিযোগ ছিল, অত্যন্ত নিম্নমানের খাবার খেতে দেওয়া হয় তাঁদের| যেটুকু বা দেওয়া হয়, তার পরিমাণ অত্যন্ত অল্প| ফলে বেশিরভাগ দিনেই পেট ভরে না| অনেক জওয়ানকে আবার রাতে না খেয়ে শুয়ে পড়তে হয়| কারণ খাবার নাকি শেষ হয়ে যায়| এমনকী জওয়ানদের জন্য বরাদ্দ চাল, ডাল পাশ্ববর্তী গ্রামে অল্প দামে বিিক্র করে দেওয়ার অভিযোগও উঠেছিল|
শুক্রবার সেনাপ্রধান এক সাংবাদিক সম্মেলন করে জানান, জওয়ানদের অভিযোগ থাকতেই পারে| কিন্তু কোথায় অভিযোগ জানাতে হবে, সেটাও বোঝা দরকার| কোনও সামরিক কর্মীর যদি কিছু অভিযোগ থেকে থাকে, তাহলে তা সর্বসমক্ষে প্রকাশ না করে ব্যক্তগতভাবে তাঁকে জানানোর পরামর্শও দেন রাওয়াত| তিনি বলেন, এর জন্য প্রত্যেক সেনা কম্যান্ড সদর দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে একটি পৃথক সেনাপ্রধানকে অভিযোগ বা পরামর্শ দেওয়ার বাক্স বিভিন্ন জায়গায় রাখা হয়| তিনি আরও বলেন প্রকাশ্যে এভাবে অভিযোগ জানানো ঠিক নয়| সব জওয়ানকেই মাথায় রাখতে হবে আমরা একটা পরিবার| দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব| শৃঙ্খলার সঙ্গে কোনওদিন আপস করেনি ভারতীয় সেনাবাহিনী|