নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : মুসলিম ধর্ম প্রচারক জাকির নাইকের সংস্থা সলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) -কে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করা নিয়ে কেন্দ্র সরকারকে যাবতীয় তথ্য জমা দিতে বলল দিল্লি হাইকোর্ট| আইআরএফ-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিতর্কত এই মুসলিম ধর্ম প্রচারক| দিল্লি হাইকোর্টে তিনি জানিয়েছেন তাঁর সংস্থার বিরুদ্ধে ইউএপিএ আইন প্রয়োগ করে আইআরএফকে নিষিদ্ধ করার পিছনে কোনও কারণ নেই| শুক্রবার সেই আবেদনের শুনানিতে এই নির্দেশ দেয় হাইকোর্ট
এদিন আইআরএফএর আইনজীবী এবং কেন্দ্রীয় সরকারের বক্তব্য শোনেন বিচারপতি সঞ্জীব সচদেব| কেন্দ্রীয় সরকারকে ১৭ জানুয়ারি নিষিদ্ধ করা নিয়ে যাবতীয় তথ্য জমা দিতে বলেছেন বিচারপতি| তারপরই তিনি জানাবেন আইআরএফকে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করা উচিত ছিল কিনা|
প্রসঙ্গত, ঢাকায় গুলশন হামলায় নাম জ়ডায় জাকির নাইক এবং তাঁর সংস্থা আইআরএফের| এরপর জরুরি ভিত্তিতে ইউএপিএ আইন প্রয়োগ করে গত বছর ১৭ নভেম্বর আইএরএফকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক|