গুয়াহাটি, ১২ জানুয়ারি, (হি.স.) : আজ স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মবার্ষিকী। এ দিনকে সারা দেশ যুবদিবস হিসেবে পালন করেছে। এ উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অসমের বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাষ্ট্র সেবিকা সমিতির গুয়াহাটি মহানগর শাখা এদিন অন্যভাবে যুবদিবস পালন করেছে।আজ বৃহস্পতিবার সেবিকারা মহানগরের বিভিন্ন স্থানে মন্তব্য-বার্তা অভিযানের আয়োজন করেছিলেন। এগুলির মধ্যে কাছারি এলাকার ফুডভিলা, নেহরুপার্ক, দিঘলিপুখুরি পাড় ইত্যাদি এলাকায় তাঁরা পথ চলতি যুব সম্প্রদায়ের কাছে যুবদিবসের ভাবনা সংক্রান্ত নানা প্রশ্নমালা রেখেছিলেন। এতে ব্যাপাক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন সেবিকারা। পথ চলতি যুবক-যুবতীরা মন্তব্য-তালিকায় এঁকে বা লিখে তাঁদের মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ এ দিন থেকেই জীবনে চলার পথে ঝুঁকি নিয়ে এগোতে চান বলে লিখেছেন।স্বামীজির দর্শন এবং জীবন ও কর্মপদ্ধতি যা তিনি অনুসরণ করতেন তা ভারতীয় যুবদের জন্য অনুকরণীয় বলেও অনেকে মন্তব্য করেছেন। তাছাড়া যুব বয়সিরা তাঁদের আত্মিক মূল্যবোধের উন্মেষ ঘটানোর লক্ষ্যে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পরামর্শও দিয়েছেন।