BRAKING NEWS

ভারতীয়দের হজে যাওয়ার কোটা বাড়িয়ে দিল সৌদি প্রশাসন

map_of_united-arab-emiratesনয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : ভারতীয়দের হজে যাওয়ার কোটা এক লাফে ৩৪,৫০০ বাড়িয়ে দিয়েছে সৌদি প্রশাসন | ফলে এবার থেকে প্রতি বছর হজে যেতে পারবেন আরও বেশি সংখ্যক ভারতীয়| ফলে এবার থেকে  প্রতি বছর ১,৭০,০০০ ভারতীয় মক্কা  মদিনা দর্শন করতে পারবেন| এতদিন  প্রতি বছর ১,৩৬,০০০ ভারতীয়কে হজে যাওয়ার জন্য ভিসা দিত সৌদি  প্রশাসন| কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি জানিয়েছেন, এবার থেকে ১,৭০,০০০ ভারতীয়কে প্রতি বছর ভিসা দেবে তারা| ভারত সরকারের অনুরোধ মেনেই সৌদি  প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে| এজন্য সৌদি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নকভি বলেছেন, ২৯ বছর পর ভারতের হজ যাত্রীর সংখ্যা বাড়ল| এর ফলে দুদেশের সম্পর্ক মজৱুত হবে| ২৪ জানুয়ারি পর‌্যন্ত গ্রহণ করা হবে এবারের হজের আবেদনপত্র| প্রতি বছর হজযাত্রার ভর্তুকি হিসাবে ৬৯০ কোটি টাকা খরচ হয় ভারত সরকারের| এবার তা ৭৫০ কোটি টাকা ছাড়াবে বলে অনুমান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *