মুম্বই, ১২ জানুয়ারি (হি.স.) : জলে ভাসল ভারতের নিজস্ব প্রু্যক্তিতে তৈরি স্করপিন ক্লাসের শক্তিশালী দ্বিতীয় সাবমেরিন আইএনএস খান্দেরি| বৃহস্পতিবার মুম্বইয়ের মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড বন্দর থেকে এই ডুবোজাহাজটিকে জলে নামানো হয়| তবে এখনই এটি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিচ্ছে না| এবছর ডিসেম্বর পর্যন্ত খান্দেরির ওপরে একাধিক পরীক্ষা চালাবে নৌবাহিনী| নৌবাহিনী সূত্রে খবর, ভারতে তৈরি স্করপিন ক্লাসের এই সাবমেরিনটি প্রযুক্তিগত দিক থেকে অত্যাধুনিক এবং উন্নত| থাকছে জাহাজ বিধ্বংসী ব্যবস্থা, অত্যাধুনিক টর্পেডো ছোঁড়ার ব্যাবস্থা| সব থেকে বড় বিষয় হল শত্রুপক্ষের রেডার এড়িয়ে নিখুঁত নিশানায় হামলা করতে পারে এই সাবমেরিনটি | টিউব লঞ্চড মিসাইলের সাহয্যে খান্দেরি জলে ভেতরে বা ওপরে যেকোনও লক্ষবস্তুর ওপরে হামলা চালাতে পারে| আইএনএস খান্দেরির নামকরণ করা হয়েছে মারাঠাদের একটি দুর্গের নামে| ১৭ শতকে এই দুর্গটি মারাঠাদের মোঘলদের সঙ্গে লড়াইয়ে অন্য এক মাত্রা দিয়েছিল| নৌবাহিনীর হাতে এই সাবমেরিনটি এলে এটিকে কাজে লাগিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে মাইন বিছানো সব করা হবে|