ওয়াশিংটন, ১০ জানুয়ারি (হি.স.) : আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে এয়ারফোর্স ওয়ানে শেষ সফর করবেন বারাক ওবামা | এই সফর তাঁর হোমটাউন শিকাগোতে করবেন তিনি | রাষ্ট্রপতি পদে তাঁর কার্যকালের পরিসমাপ্তিতে তিনি সেখানে ভাষণ দেবেন বলে জানিয়েছেন আমেরিকার এক শীর্ষ কর্তা|
হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির বাইরে শিকাগো যাত্রা, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার শেষ সফর হতে চলেছে| এয়ারফোর্স ওয়ানের এই সফরও হয়তো তাঁর শেষ সফর হবে বলে মনে করা হচ্ছে | যদিও, নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণ পর্ব সম্পূর্ণ হওয়ার পর, প্রাক্তন প্রেসিডেন্ট এই বিমানে আরও একটি সফর করার সুযোগ পান |
প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি তাঁর পদে আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প | নিজের সর্বকনিষ্ঠ কন্যার পড়াশোনার জন্য ওবামা আগামী দুবছর ওয়াশিংটন ডিসিতে একটি ভাড়া বাড়িতে থাকবেন| আমেরিকায় প্রাক্তন প্রেসিডেন্টরা সরকারী বাসভবনের সুবিধা ভোগ করতে পারেন না | তবে ওবামা এবং তাঁর পরিবার সিক্রেট সার্ভিসের সুবিধা পাবেন|