হায়দরাবাদ, ১০ জানুয়ারি (হি.স.) : রাজনীতির গণ্ডি ছাড়িযে এবার ক্রিকেটে রাজনীতিতে ঢুকে পড়লেন মহম্মদ আজহারউদ্দিন| মঙ্গলবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক|
এবার রাজনীতি থেকে ফের বাইশ গজের চৌহুদিতে ফিরতে চলেছেন আজহার| আগামী ১৭ জানুয়ারি এইচসিএ নির্বাচনের লড়াই কথা স্বীকার করেন তিনি| দেশের হয়ে ৯৯টি টেস্ট খেলা আজহার বলেন, এইচসিএ নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করেছি| হায়দরাবাদ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য| সম্প্রতি আমরা ভালো করেছি| গত বছর রঞ্জিতে আমরা দ্বিতীয় হয়েছি| কিন্তু জেলা থেকে আমাদের আরও পরিশ্রমি খেলোয়াড়দের তুলে আনতে হবে| এই মুহূর্তে জাতীয় দলে আমাদের কোনও প্রতিনিধি নেই| সুতরাং আমাদের কঠোর পরিশ্রম করতে হবে|
উল্লেখ্য, লোধা কমিটির সুপারিশে সুপ্রিমকোর্টের রায়ে সংস্কার শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট প্রশাসনে| এই রায় মেনেই সরে যেতে হচ্ছে এইচসিএ সভাপতি তথা প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার আর্শাদ আয়ুবকে| ফলে সভাপতি পদের লড়াইয়ে নামলেন আজহার| ২০০০ সালে ম্যাচ গড়াপেটা কাণ্ডে নাম জ়ডানোয় আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় আজাহারকে| কিন্তু পরে অন্ধপ্রদেশে হাইকোর্ট তাঁকে ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকে মুক্তি দিলে রাজনীতিতে আসেন| তিনি কংগ্রেসের টিকিটে উত্তরপ্রদেশের মোরাদাবাদের সাংসদ নির্বাচিত হন| তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে হেরে যান তিনি|