BRAKING NEWS

২০২০ সালের মধ্যে অচল হয়ে যাবে কার্ড লেনদেন, এটিএম, পিওএস ব্যবস্থা : অমিতাভ কান্ত

বেঙ্গালুরু, ৮ জানুয়ারি (হি.স.) : আগামী ২০২০ সালের মধ্যে অচল হয়ে যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এমনকী এটিএম, পিওএস ব্যবস্থাও অপ্রয়োজনীয় হয়ে পড়বে।বেঙ্গালুরুতে আয়োজিত তিনদিন ব্যাপী প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে একথা বলেন নীতি আয়োগ কমিটির প্রধান কার্যনির্বাহী কর্তা অমিতাভ কান্ত । তাঁর মন্তব্য, ‘আঙুলের ছাপ দিলেই যদি টাকা ওঠে, তাহলে প্লাস্টিক মানির কী দরকার!’ তাঁর মতে, ‘নোট বাতিলের পর দেশ জুড়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যেভাবে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, তাতে ডিজিটাল লেনদেন প্রক্রিয়াকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব হবে।
তিনি বলেন, সম্প্রতি আধার কার্ড নম্বরের মাধ্যমে লেনদেনের বিশেষ পদ্ধতি চালু করেছে দেশের জাতীয় লেনদেন সংক্রান্ত সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া। যার ফলে ২০২০ অর্থাৎ আগামী দু’–আড়াই বছরের মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম মেশিন এবং কার্ড সোয়াইপ মেশিনের প্রয়োজন ফুরোবে। আধার নম্বরের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে লেনদেন সারতে পারলে, খামোকা ঝামেলা পোহাতে যাবেন কেন সাধারণ মানুষ!’
বায়োমেট্রিক লেনদেনের সুবিধা কী কী, তাও আজ ব্যাখ্যা করেছেন অমিতাভ কান্ত। তিনি জানান, এই পদ্ধতিতে মাত্র ৩০ সেকেন্ডেই খুব সহজে আর্থিক লেনদেন সম্পন্ন হবে। ডেবিট বা ক্রেডিট কার্ডের চেয়ে বায়োমেট্রিক লেনদেন অনেক সুরক্ষিত বলে অমিতাভ কান্ত জানিয়েছেন। তাঁর কথায়, কার্ড আর পিন হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট সাফ করে দেওয়া খুব সহজ। কিন্তু, বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের দেহের কোনও নির্দিষ্ট অংশ স্ক্যান করে তবেই লেনদেন হয়। তাই এই লেনদেন অনেক সুরক্ষিত।বায়োমেট্রিক আধার কার্ডের মাধ্যমে লেনদেনের সুযোগও তৈরি করা হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রামীণ অঞ্চল বেশ স্বচ্ছন্দ বলেও তিনি দাবি করেছেন। কেন্দ্রীয় সরকার সমীক্ষা করে জানতে পেরেছে।
নীতি আয়োগ সিইও আরও জানিয়েছেন, দেশের অর্থনীতির উপর সরকারের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতেই বায়োমেট্রিক লেনদেনের দিকে ঝুঁকছে সরকার। তিনি জানান, দেশের নাগরিকের মাত্র ২ থেকে ২.৫ শতাংশ আয়কর দেন। বাকিরা আয়কর দেন না। এই বাকি অংশের আর্থিক লেনদেনের উপরে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এই বড় অংশটার উপরে নিয়ন্ত্রণ আনতে পারলে দেশের অর্থনীতি অনেকটা সাবলীল হয়ে উঠবে। দেশের অর্থনীতি নন-ফর্ম্যাল থেকে ফর্ম্যাল ইকোনমিতে বদলানোর জন্য বায়োমেট্রিক লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *