BRAKING NEWS

প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানেও কালো টাকার বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, ৮ জানুয়ারি (হি.স.) : প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানেও কালো টাকার বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো টাকার বিরুদ্ধে সরকারি পদক্ষেপ সমর্থন করার জন্য প্রবাসী ভারতীয়দের মুক্ত কণ্ঠে ধন্যবাদ জানিয়ে বিরোধীদের আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী । বলেন, দেশে কালোটাকার পূজারি রাজনীতিবিদ আছেন। যারা চান না দেশ থেকে কালো টাকা দূর হোক।
রবিবার বেঙ্গালুরুতে আয়োজিত ১৪তম প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কালো টাকা ও দুর্নীতি দীর্ঘদিন ধরে দেশের সিস্টেমে ভেতর থেকে মরচে ধরিয়ে দিয়েছে। তাই এর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া জরুরি ছিল ও তাই নেওয়া হয়েছে। কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের লড়াইকে প্রবাসী ভারতীয়রা সমর্থন করেছেন বলে জানিয়ে তাঁদের ধন্যবাদ জানান তিনি।
পাশাপাশি তাঁর সংযোজন, ভারত বিশ্বের এক অন্যতম দেশ। ক্রমাগত নতুন প্রগতির পথে পা বাড়াচ্ছে ভারত। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সবক্ষেত্রে আমরা প্রগতির পথে এগোচ্ছি। স্বচ্ছ ভারত, ডিজ়িট্যাল ইন্ডিয়ার মাধ্যমে দেশ উন্নতি করছে।তাঁর কথায়, প্রবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের আচার আচরণ অন্য দেশের অভিবাসীরা রোল মডেল করতে পারেন।
এ বছর প্রবাসী ভারতীয় দিবসের মুখ্য অতিথি হিসেব উপস্থিত ছিলেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা। তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বাক্ষর করা পর্তুগাল জাতীয় দলের জার্সি। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন সুরিনামের ভাইস প্রেসিডেন্ট মাইকেল অশ্বিন অধীন, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী বিজয় গোয়েল, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ প্রমুখ।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *