রাজকোট, ৮ জানুয়ারি (হি.স.) : এবার আয়কর দফতর নজরে রাজকোটের একটি সমবায় ব্যাঙ্ক। নোট বাতিলের পর থেকে এই ব্যাঙ্কে ৮৭১ কোটি টাকা জমা পড়েছে। পাশাপাশি নোট বাতিলের পর এখানে সাড়ে চারহাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। আয়কর দফতরের তথ্য অনুযায়ী, রাজকোটের এই ব্যাঙ্ক থেকে মাত্র একটি মোবাইল নম্বর দিয়ে ৬০টির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। যা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে আয়কর দফতরের আধিকারিকদের।
জানা গেছে, আয়কর দফতর আমেদাবাদ শাখা করবিধি মোতাবেক ব্যবস্থা নিতে চলেছে ব্যাঙ্কের বিরুদ্ধে। কারণ, এর আগে ব্যাঙ্কটির বিষয়ে একটি সমীক্ষা করেন আয়কর দফতর আধিকারিকরা। তাঁদের দাবি, সেই সময় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। তাই ব্যাঙ্কের কাছ থেকে বিস্তারিত নথি চাওয়া হয়েছে।
আয়কর দফতর আধিকারিকরা জানিয়েছেন, ২০১৬ সালের ৯ নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত মোট ৮৭১ কোটি টাকা জমা পড়েছে। যার মধ্যে বেশিরভাগ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। এখন পর্যন্ত ১০৮ কোটি টাকা সন্দেহজনকভাবে তোলা হয়েছে বলেও জানা গেছে।
তবে আয়কর আধিকারিকদের যে বিষয়টি সবচেয়ে অবাক করেছে তা হল নোট বাতিলের পর ব্যাঙ্কের মোট ৪ হাজার ৫৫১টি নতুন অ্যাকাউন্ট। যেখানে সারা বছরে ব্যাঙ্কটিতে ৫ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়। সূত্রে খবর, এই ব্যাঙ্কেই ৬২টি খাতা খোলা হয়েছে একটি মোবাইল নম্বরে