মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ একদিনের এবং টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি| সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে ধোনি যুগের অবসান হয়ে শুরু হচ্ছে বিরাট যুগ| টেস্টের পর ওয়াান ডে এবং টি-২০ ক্রিকেটেও টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি|
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি| শুক্রবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের সদর দফতরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের এবং তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ| দুই ফর্ম্যাটেই দলে ফিরলেন যুবরাজ সিং ও আশিস নেহেরা| আর টি-২০তে ফিরলেন সুরেশ রায়না| রঞ্জি ট্রফিতে দারুণ সাফল্যের জন্য টি-২০ দলে জায়গা পেলেন রিষভ পন্থ|
ওয়ান ডে দল : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেএল রাহুল, শিখর ধাওয়ান, মণীশ পাণ্ডে, যুবরাজ সিং, কেদার যাদব, অজিঙ্ক রাহানে, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জসপ্রীত ৱুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব|
টি-২০ দল : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেএল রাহুল, সুরেশ রায়না, রিষভ পন্থ, মনদীপ সিং, মণীশ পাণ্ডে, যুবরাজ সিং, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত ৱুমরাহ, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও আশিস নেহেরা|