ইটানগর (অরুণাচল প্রদেশ), ০৩ জানুয়ারি : হারাধনের দশটি ছেলের দশা হয়েছে অরুণাচল প্রদেশ কংগ্ৰেসের। দলে বিধায়কের সংখ্যা কমে কমে এখন হয়েছে এক। এই এক হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী-বিধায়ক নাবাম তুকি। কেননা সবেধন নীলমণি যে তিন বিধায়ক ছিলেন তাঁদের দুজন গেব্ৰিয়াল ডি ওয়াংসু এবং ওয়াংলেম সবিন যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।
এখানে উল্লেখ করা যেতে পারে, প্রথমে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল দশ। এরপর এক নির্দল বিধায়ক যোগ দিলে এই সংখ্যা দাঁড়ায় এগারোয়। ইত্যবসরে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-সহ পিপলস পার্টি অব অরুণাচল (পিপিএ)-এর বহিষ্কৃত ৩৩ বিধায়ক যোগদান করলে বিজেপির সংখ্যা দাঁড়ায় ৪৬-এ। পরবর্তীতে পেমা খান্ডুর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে আরও দুই বিধায়ক কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগ দেন বিজেপিতে।
৬০ সদস্যের অরুণাচল প্রদেশ বিধানসভায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৪৮। বাকি ১২ বিধায়কের এক কংগ্রেস, তিনি প্রাক্তন মু্খ্যমন্ত্রী নাবাম তুকি, এক নির্দল, তিনিও বিজেপি অনুগামী এবং দশ বিধায়ক পিপিএ-র।