BRAKING NEWS

অবশেষে রোজভ্যালিকান্ডে গ্রেফতার হলেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

sudip-tmcকলকাতা, ৩ জানুয়ারি (হি.স.) : অবশেষে রোজভ্যালিকান্ডে গ্রেফতার হলেন তৃণমূলের আরও এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| মঙ্গলবার সকালে সল্টলেক সিজিও কমপ্লেসের সিবিআই দফতরে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁকে সরকারিভাবে গ্রেফতার করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা| রোজভ্যালিকান্ডে তৃণমূলের সাংসদ তাপস পালের পর একই সপ্তাহের মধ্যে আরেক সাংসদকে গ্রেফতার করে সিবিআই|
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রোজভ্যালিকাণ্ডে একাধিকবার সমন পাঠানো হয় সিবিআইয়ের পক্ষ থেকে| কিন্তু প্রতিবারই সেই সমন এড়িয়ে গিয়েছেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| কিন্তু মঙ্গলবার আর তিনি পারলেন না|
এদিন সিবিআইয়ের তলবে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়|
সকাল তখন ১০.৫৫ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স হাজির হন| সিবিআই দফতরে ঢুকে যাওয়ার পর প্রথমদফায় তাঁকে টানা সাড়ে তিনঘন্টা জেরা করেন সিবিআই আধিকারিকরা| সিবিআই সূত্রের খবর, সুদীপের বিরুদ্ধে অনেক তথ্যপ্রমাণ নিয়েই জিজ্ঞাসাবাদ করা হলেও বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন| তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রোজভ্যালির টাকায় বিদেশ সফর করেছিলেন, গাড়ি কিনেছিলেন| কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি বেশ কয়েকটি তথ্যপ্রমাণ দেখালেও তা সম্পর্কে সদুত্তর দিতে পারেননি বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর| এরপর বেলা তিনটে নাগাদ দ্বিতীয়দফার জিজ্ঞাসাবাদ শুরু হলে বেশ কয়েকটি প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| এরপর তাঁকে রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার সিদ্ধান্ত ঘোষণা করে সিবিআই আধিকারিকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *