নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : লখনউয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শেষ হওয়ার পরই ময়দানে নেমে পড়ল কংগ্রেস| এআইসিসির পক্ষ থেকে কংগ্রেসের এক সাংবাদিক সম্মলনে মনীশ তিওয়ারি এদিন নরেন্দ্র মোদীর সভার মতোই বক্তব্য রাখে| তাঁর বক্তব্যে প্রথমেই আসে বাতিল নোটের প্রসঙ্গ| তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, নোট সমস্যার ৫০ দিন পূরণ হয়েছে গত ৩০ ডিসেম্বর| কিন্তু সেই এই পঞ্চাশ দিনেও দেশের অবস্থার কোন পরিবর্তন হয়নি| কংগ্রেসের প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী নোট পরিবর্তনের জেরে সরকারের কাছে আসা ১৪.৮৬ লক্ষ কোটি টাকার কতটা ব্যাঙ্কে জমা হয়েছে, তাঁর হিসাব জানতে চান তিনি| তিনি আরও বলেন, এদিন সময়সীমার পড়েও তিনদিন কেটে গিয়েছে, কিন্তু এই বিষয়ে না রিজার্ভ ব্যাঙ্ক না প্রধানমন্ত্রী কেউ কোন কথা বলছেন না| কেন এমন করা হচ্ছে তার জবাব চান মনীশ তিওয়ারি| এরপরেই তিনি প্রধানমন্ত্রীর কালো ধন প্রসঙ্গকে কটাক্ষ করে হিসেবের কালো ধনের কতটা নীল, কতটা হলুদ এবং কতটা সাদা তার হিসাব দেওয়ার জন্য তিনি দাবি করেন|