পাটনা, ১৯ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা, কার্যত কালো টাকার কারবারের গন্ধ পাচ্ছেন শাসক বিজেপি| বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বিরোধীতা করেছেন কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের | প্রথমে রাজ্যস্তরে এবং পরে জাতীয় স্তরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনে নামার কথাও বলেছেন| এর পিছনেও কালোটাকার কারবারের গন্ধ পাচ্ছেন শাসক বিজেপি| লালুপ্রসাদের গচ্ছিত কালোটাকা খতিয়ান ফাঁস হয়ে যাওয়া ভয়েই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা বলছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী| এমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সুশীল মোদী|
রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদের বিরুদ্ধে পশু খাদ্য, ওষুধ এবং আলকাতরা কেলেঙ্কারির মতো অভিযোগ রয়েছে| বিজেপি নেতা সুশীল মোদীর অভিযোগ, নোট বাতিলে ভয় পেয়েছেন লালুপ্রসাদ| ১৫ বছরের মুখ্যমন্ত্রীত্বে বিপুল পরিমাণ বেনামি সম্পত্তি করেছেন লালু| জাতীয়স্তরের বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন লালুপ্রসাদ| যদিও বিজেপি নেতা সুশীল মোদীর দাবি, দুর্নীতিগ্রস্থ লালুপ্রসাদ যাদবের সঙ্গে বিরোধী কোনও রাজনৈতিক আন্দোলন করতে যাবে না|