নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিল ইসু্যতে কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলির হই হট্টোগোলের জেরে বৃহস্পতিবারও মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন| এদিন দুপুর দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন চেয়ারম্যান| নোট বাতিল ইসু্যতে বিরোধীদের হই হট্টোগোলের জেরে এদিন অধিবেশন শুরু হতে না হতে সংসদে গান্ধীমূর্তির পাদদেশে কালো কাপড় বেঁধে ধরনায় বসে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা| এটিএম-এ টাকা তুলতে গিয়ে যাঁরা মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে দুমিনিট নীরবতা পালন করা হয়| বিএসপি নেত্রী মায়াবতী বলেন, দেশের ৯০ শতাংশ মানুষের স্বার্থের দিকে তাকিয়ে এদিন কালাদিবস পালন করা হল| এরপর অবশ্য অধিবেশন শুরু হয়| বিরোধীরা রাজ্যসভায় প্রবল গন্ডগোল শুরু করে| সভা চালাতে কঠিন বাধার মধ্যে পড়ায় এদিন বাধ্য হয়ে সভা মুলতুবি করে দেন স্পিকার|
এদিকে, সভা মুলতুবি হওয়ার জেরে কেন্দ্রীয় সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর| কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রের অভিযোগ, নোট বাতিল ইসু্যতে প্রধানমন্ত্রীকে পাওয়া যাচ্ছেনা বলে বিপত্তি| তবে সংসদের অচলাবস্থার জন্য কংগ্রেসসহ বিরোধীদের দায়ী করেছেন কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু| তিনি বলেন, বিগত দুসপ্তাহ ধরে আলোচনা বন্ধ সংসদে| সংসদের কাজ ব্যাহত করে গান্ধীমূর্তির সামনে ধরনায় বসছেন বিরোধীরা|